তবুও কেউ ঘরে থাকছে না!

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: তবুও ঘরে থাকছে না চরম করোনা ঝুঁকিতে থাকা নারায়ণগঞ্জ শহর ও আশপাশের লোকজন। এ জেলাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করার পরে প্রশাসন থেকে লকডাউন সহ অন্যান্য ব্যবস্থা নেয়া হলেও তা আমলে নিচ্ছেন না তারা।
সকাল-বিকাল দলবেঁধে চায়ের দোকান ও হাটবাজারে আড্ডা গল্প গুজবের ছলে ভীড় জমাচ্ছেন।
এ জেলায় সামাজিক সংক্রমণ শুরুর পর থেকে সরকার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রেডজোন ঘোষণা বিশেষ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়।
ইতোমধ্যে জেলার তিনটি থানা এলাকা লকডাউন করা হয়েছে। মাঠে সেনাবাহিনীও রয়েছে। কিন্তু তাতেও পাত্তা নেই মানুষের।
একধরনের অজ্ঞতা ও অন্ধবিশ্বাসে ‘ কিচ্ছু হবে না’ এমন ভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যদিও কিছু নিম্ন আয়ের মানুষ ত্রাণ ও দু’পয়সা রোজগারের আশায় পথে বেরুচ্ছেন। কেউ কেউ সতর্কতার সাথে ঘরে আছেন। তবে তাদের সংখ্যা খুব কম।

গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন, ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে। এছাড়া মৃত্যু হয়েছে আরও তিন জনের, ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে নারায়ণগঞ্জে । ইতিমধ্যে প্রশাসান থেকে নারায়ণগঞ্জকে রেড জোন হিসেবে ঘোষনা করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com