রসূলবাগের পর পাইকপাড়ার দুইটি বাড়িকে “লকডাউন”

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বন্দরের রসুলবাগ এলাকা ‘লকডাউন’ করার পরে এবার নগরীর পাইকপাড়ার দুইটি বাড়িকে লকডাউন করেছে প্রশাসন। বাড়িটির লোকজন বন্দরের করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যাক্তির আত্মীয়স্বজন।

 

শুক্রবার (৩ এপ্রিল) বিকালে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে জেলা সিভিল সার্জন এ বাড়ি দুইটি লকডাউন ঘোষণা করেন।  বাড়ি দুইটি বন্দরে করোনা ভাইরাসে নিহত ওই নারীর বাবার বাড়ি।

 

জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ডের এ বাড়ি দুইটি রসুলবাগে করোনা ভাইরাসে নিহত শিউলীর  বাবা ও আত্মী স্বজনদের। এ দুই বাড়ির মানুষ অসুস্থ ও মৃত্যুর পর শিউলীর সংস্পর্শে এসেছিল।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, লকডাউনের মতোই, তবে হোম কোয়ারেন্টাইন। গত ২৯ মার্চ সন্ধ্যায় বন্দর উপজেলার রসুলবাগের বাসিন্দা শিউলী নামের এক নারী তার বাবার বাড়ি পাইকপাড়ায় অবস্থান কালে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে চিকিৎসার জন্য শহরের মন্ডলপাড়ায় অবস্থিত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আসেন। এ সময় ওই নারীকে প্রাথমিক চিকিৎসা হিসেবে নেবুলাইজ ও এক্স-রে ও রক্ত পরীক্ষা করা হয়। পরবর্তীতে করোনাভাইরাস সন্দেহ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে সেখান থেকে কুর্মিটোলা হাসাপাতলে পাঠায় তাকে। কিন্তু পরিবারের লোকজন তাকে বন্দরের বাড়িতে নিয়ে আসে। পরদিন ৩০ মার্চ ওই নারী আবার অসুস্থ হয়ে পড়লে কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কুর্মিটোলা হাসপাতাল ওই নারীর নমুনা সংগ্রহ করে রাখে। গত ২ এপ্রিল আইইডিসিআর থেকে পরীক্ষার রির্পোট করোনাভাইরাস পজেটিভ আসলে বন্দরের অর্ধশতাধিক পরিবারকে লকডাউনে রাখা হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, বন্দরে যে নারী করোনা আক্রান্তে মারা গেছেন তিনি মৃত্যুর কদিন পূর্বে সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় তার বাবার বাড়িসহ আরও এক আত্মীয়ের বাড়ি এসেছিলেন। ফলে এই দুটি বাড়ির একটি পূর্ণাঙ্গ বাড়ি এবং অপরটি এক বহুতল ভবনের একটি ফ্ল্যাটের চারজন করে আটজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। তাদেরকে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।”

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com