প্রশন্ননগর ‘ফ্রেন্ডস এসোসিয়েশন’র খাদ্য বিতরণ

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর প্রশন্ননগর এলাকায় খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেণ ‘প্রশন্ননগর ফ্রেন্ডস এসোসিয়েশন’।
শুক্রবার ( ৩ এপ্রিল  ) দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খেটে খাওয়া সাধারণ মানুষের মাঝে ১৬৫ পরিবারকে চাল, ডাল, আলু, পিঁয়াজ ও তেল বিতরণ করেন।
দেশে প্রানঘাতী করোনা ভাইরাসের কারণে খেটে খাওয়া সাধারন মানুষজন বেকার হয়ে পরেছে। বন্ধ হয়ে গেছে তাদের আয়ের উৎস। এ অবস্থায় সে সকল গরীব অসহায় মানুষের পাশে দাড়ানোর সঠিক সময়। তাই প্রশন্ননগর গ্রামের  যুবকরা এগিয়ে এসেছে। যুবক ও তরুণরা দেশের ক্রান্তিকালে এভাবে এগিয়ে আসায় সাধুবাদ জানিয়েছেন এলাকার মুরব্বিরা।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, সারোয়ার কবির, আলমগীর বেপারী, নজরুল, আজিজুল, শহীদ, নাছির, আফজল, মোঃ আলী, এড. আল আমীন ছিদ্দিকি, আল আমীন হৃদয়, জামিল নেপারী, নুরুল আমীন, দ্বীন ইসলাম, মোক্তার হোসেন, সানাউল্লাহ (নুরী), রহমত উল্লাহ, শুক্কুর আলী, মহিউদ্দিন মোল্লা, আব্দুল মতিন, শাহিন মোল্লা, নিমাই (সানি), আলী আজগর (সানি), কামাল সরদার, নাজির বেপারী, নাজমুল হক, আরাফত আলী প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com