প্রার্থনা বিধাতার কাছে : রুদ্র অয়ন

প্রার্থনা বিধাতার কাছে
রুদ্র অয়ন
হে বিশ্ব বিধাতা
শুনতে কি পাও ?
দেখতে কি পাও ?
তোমারই সৃষ্টির শ্রেষ্ঠ জীব
অসহায় তার আত্মচিৎকার!
বিবর্ণ কাফনের মিছিল
সইতে পারিনা আর!
প্রজন্মের দীর্ঘশ্বাসে
ভারি হয় আকাশ বাতাস!
মৌনতার পোশাকে
গৃহবন্দি মানুষ আজ হতাশ!
ধূসর বিবর্ণ আজ
অনাকাঙ্ক্ষিত বর্তমান!
বিষাক্ত যেন আজ
পৃথিবীর আলোকরশ্মি!
এ কোন দিনের আলো
রাতের চেয়েও
যেন ভয়ঙ্কর কালো!
আমি এখন প্রতি রাতে
আমাদের পূর্ব পুরুষের
ইতিহাসের পাণ্ডুলিপিতে
হেটে বেড়াই।
নয়নে খুঁজে ফিরি সৃষ্টির
আদি থেকে অন্তের ইতিহাস।
হেটে বেড়াই – ক্ষয়, দুর্ভিক্ষ
আর মহামারীর ইতিহাসে।
হেটে চলি এক একটা
সভ্যতা বিলীন হবার ইতিহাসে।
খুঁজে পাই
পম্পেই নগরীর মতো অভিশপ্ত
হাজারো ধ্বংসের ইতিহাসে!
হেটে বেড়াই
অনিন্দ্য সুন্দর কিম্বা
ভয়ঙ্কর মৃত্যুর ইতিহাসে!
হেটে বেড়াই
ডারউইনের তত্ত্বে উপাত্তে
বিবর্তনের ইতিহাসে।
আর নিতে পারিনা প্রভূ
ক্ষমা চাই, ক্ষমা চাই।
আঁধার কালো রাত পেরিয়ে
উদিত হোক মহামারীমুক্ত,
অত্যাচার অনাচারমুক্ত
শান্তি সম্প্রীতিময়
নতুন দিনের নতুন সূর্যোদয়।
হে বিশ্ব অধিপতি,
ক্ষমা চাই, ক্ষমা চাই।
আমাদের সকলকে
করো হেফাজত।
ধ্বংসলীলা থেকে রক্ষা করো
এই সংসার জগৎ।।
রুদ্র অয়ন
রাজশাহী