ফতুল্লায় দিনদুপুরে যুবক খুন

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সদর উপজেলার দেওভোগে দিনেদুুপুরে শরীফ (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূবৃর্ত্তরা।

 

বুধবার (১ এপ্রিল) সকালে ওই এলাকার আদর্শনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফ আদর্শনগর এলাকার আলাল মাতবরের ছেলে। ওই এলাকায় বৃষ্টি ইলেকট্রনিক্স নামে টিভি, ফ্রিজ বিক্রয়ের দোকান রয়েছে।

নিহতের স্বজনরা জানান, আদর্শনগর এলাকার কিছু লোকজনের সাথে শরীফের পূর্ব শত্রুতা ছিল। ওই শত্রুতার জের ধরেই তাকে দিনে-দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শরীফের খালাতো ভাই মেহেদী হাসান বলেন, এলাকার শাকিল, লালন নামে কয়েকজনের সাথে শরীফের আগে থেকেই শত্রুতা চলে আসছিল। কয়েক মাস আগে এক ঝামেলায় চেয়ারম্যান-মেম্বাররা মিলে বিষয়টি মিটমাট করে দিয়েছে। কিন্তু এরপরও তারা বিভিন্ন সময় শরীফে দোকানে এসে নানা অজুহাতে ঝামেলা করতো। স্বজনদের অভিযোগ, শাকিল, লালন এলাকায় সন্ত্রাসী কর্মকা- করে বেড়ায়। তারা কাশীপুর ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম আহমেদের লোকজন।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, দেওভোগ আদর্শনগর এলাকায় যুবককে কুপিয়ে হত্যার ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com