করোনা প্রতিরোধে অতন্দ্র প্রহরী ‘আলোকিত কাশীপুর’

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফেসবুক গ্রুপ আলোকিত কাশীপুর এর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ঝাপিয়ে পড়েছেন গ্রুপটির স্বেচ্ছাসেবীরা৷ কাশীপুরের ৯ টি ওয়ার্ডেই ১০ টি স্প্রে মেশিন দিয়ে সকাল-সন্ধ্যা জীবাণুনাশক ছিটানো হচ্ছে৷ ইতিমধ্যে ২৫০০ মাস্ক, ১০ হাজার সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে গ্রুপটির পক্ষ থেকে৷ ৭০০ বোতল হ্যান্ড স্যানাটাইজার বিতরণ করা হয়েছে দরিদ্র মানুষের মাঝে৷ লোকজনকে ঘরে থাকার পরামর্শ দিয়ে হ্যান্ড মাইকে প্রচারনাও চালানো হচ্ছে। কাশীপুর এর প্রতিটি ওয়ার্ডে হাত ধোয়ার পয়েন্ট এর উদ্যোগ নেওয়া হয়েছে, ইতিমধ্যে ৩,৭,৫,৬,৯ ওয়ার্ডে বেসিন বসানো হয়ে গেছে বাকি ওয়ার্ডেও দুই একদিনের মধ্যে বেসিন বসে যাবে বলে জানিয়েছেন গ্রুপের এডমিনরা৷ একই সাথে মশা নিধনে সীমিত আকারে মশার ওষুধ ছিটানো হচ্ছে প্রতিদিন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক এডমিনের সাথে কথা বলে জানা যায়, সর্বগ্রাসী ছোয়াচে করোনা ভাইরাস প্রতিরোধে আলোকিত কাশীপুর পক্ষ থেকে ব্যাপক কর্মযজ্ঞ চালানো হচ্ছে কাশীপুর বাসীকে নিরাপদে রাখতে৷ তারা প্রথম থেকে করোনা মোকাবেলায় সচেতন ও সতর্ক ছিলেন, তাই কাজে নেমে পড়তে বিলম্ব করেন নি৷ কিন্তু অতি উৎসাহী মানুষের ভীড় আর অসচেতনতা কারনে তারা আতংকিত। এই ব্যাপারে পুলিশ-সেনাবাহিনী হস্তক্ষেপ কামনা করেছেন৷।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com