সচেতনতাই করোনা থেকে আমাদের মুক্তি দিতে পারে : সাজনু

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করোনা ভাইরাস প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিতে ১৮নং ওয়ার্ডে জন সাধারনের মাঝে প্রায় ৩ হাজার মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু।

বৃহস্পতিবার (২৬ই মার্চ) দুপুরে নগরীর ১৮নং ওয়ার্ডের বাপ্পি চত্ত্বর এলাকায় শহীদ বাপ্পি স্মৃতি সংসদ কার্যালয় প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় মহানগর যুবলীগের সভাপতি সাজনু বলেন, করোনা ভাইরাসে বিশ্ব আজ থমকে গেছে । আমাদের দেশে ও এই মরন ব্যাধি হানা দিয়েছে তাই আমাদেরকে এই সংকটাপন্ন ‍ও কঠিন মুহূর্ত থেকে উত্তরণ করতে হবে । আমরা যদি সচেতন হই তাহলেই করোনা থেকে আমাদের মুক্তি মিলবে ইনশাআল্লাহ। সচেতনতাই করোনা থেকে আমাদের মুক্তি দিতে পারে।  আমরা সবাই সরকারী নির্দেশনা মেনে চলব এবং সবাইকে এ ব্যাপারে সতর্ক করব।

মহানগর যুবলীগ নেতা মোঃ তাইফুল হাসান তান্না’র সার্বিক সহযোগিতায় ৩দিনের কর্মসূচির মাধ্যমে এই আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় প্রথম দিন ১৮নং ওয়ার্ড এলাকায় সাধারণ মানুষের মাঝে প্রায় ৩হাজার স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।

এর আগে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন, তামাকপট্রি বাইতুল আমান জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ মোহাম্মদ আশরাফ।

এ সময় স্যানিটাইজার ও মাস্ক বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সহ-সভাপতি আমিনূর রহমান শাহীন, ১৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com