রূপগঞ্জে গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: রূপগঞ্জ উপজেলায় অজ্ঞাতপরিচয় গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক (২৮) নিহত হয়েছে।
রোববার (২২ মার্চ) সকালে উপজেলার গাজীপুর বাইপাস সড়কের লালমাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জ এলাকা থেকে তিনটি গরু চুরি করে কাভার্ডভ্যানে করে নিয়ে আসার সময় উক্ত এলাকার পুলিশ তাকে ধাওয়া করে। এ সময় সে রূপগঞ্জ লালমাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে স্থানীয়রা তাকে আটক করে এবং গণপিটুনিতে সে মারা যায়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, দুপুরে লালমাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক চোর নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।