নগরীতে জয়নাল আবেদীন (রাঃ) এর ওরশ মোবারক বাতিল

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আগামী ২৫ মার্চ নগরীর আল্লামা ইকবাল রোডে (তোলারাম কলেজের মহল্লা) জয়নাল আবেদীন আল কাদেরী ওয়াল চিশতী (রাঃ) এর ৪৪ তম বাৎসরিক ওরশ মোবারক বাতিল করা হয়েছে।
প্রতি বছরই ২৫ মার্চ এ ওরশ অনুষ্ঠিত হয়। তাই অনেক ভক্ত এই তারিখে চলে আসেন।
দেশের বর্তমান পরিস্থিতির কারনে ওরশের নির্ধারিত দিনে না আসার জন্য আহ্বান জানিয়েছেন পীর সাহেবের ছেলে সাজ্জাদনসিন মোহাম্মদ মহিউদ্দিন আল কাদেরী ওয়াল চিশতী।
তিনি বলেন, যদিও প্রশাসন থেকে আমাদের অনুমোতি নেয়া ছিলো। প্রশাসন থেকে আমাদের নিষেধও করা হয়নি। তারপরেও জনসমাগম হলে প্রাণঘাতি করোনা ভাইরাস ছড়াতে পারে-এ বিষয়টি জেনে নিজেদের তাগিদেই আমরা ওরশ মোবারক বাতিল করেছি। পরিস্থিতি ভালো হলে আমরা চল্লিশা ওরশ করবো। না হলে আগামী বছর ইনশাল্লাহ আমরা মুরিদানদের সাথে মিলিত হবো। তবে ওরশ মোবারকের নির্ধারিত দিনে দরবার শরিফে পীর সাহেবের পরিবার করোনা ভাইরাস থেকে বিশ্বের মুক্তি কামনায় ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করবেন বলে জানান।