করোনা: নগরীতে রোটারী ক্লাব না’গঞ্জ রিভার সিটির মাস্ক বিতরণ
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ শহরে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধে জনসাধারণের মাঝে এক হাজার মাস্ক বিতরণ করেছে রোটারী ক্লাব নারায়ণগঞ্জ রিভার সিটি।
রোববার (২২ মার্চ) বেলা সাড়ে তিনটার দিকে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পথচারীদের মাঝে এ মাস্ক বিতরণ করেন সংগঠনের সদস্যবৃন্দ। এ সময় বিনা মূল্যে মাস্ক পেয়ে সাধারণ মানুষ রোটারী ক্লাব নারায়ণগঞ্জ রিভার সিটির সদস্যদের প্রশংসা ও ধন্যবাদ জানান।
মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব নারায়ণগঞ্জ রিভার সিটি সংগঠনের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন, যুগ্ম সম্পাদক মঈন আশরাফ জাবেদ, কাজী শফিকুল ইসলাম, নুরুজ্জামান জিকু, আব্দুল জলিল, মো. জাবেদ, গ্রান্ডহল রেস্তরাঁ’র সিইও উচ্ছ্বাস, ইব্রাহিম রাজু, আনিসুর রহমান মুকুল, মহিলা সম্পাদিকা আসমা আক্তার প্রমুখ।
সংগঠনের সদস্যরা জানান, পৃথিবীজুড়ে করোনা ভাইরাসের মহামারী বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। এই সংক্রমন প্রতিরোধ করতে এবং মানুষকে সচেতন করার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ।
জনসাধারণের মাঝে এক হাজার মাস্ক বিতরণ করা হয়েছে বলে জানান সংগঠনের নেতারা।