এলেন টিকা দিতে মিলল জুতার মালা!
সোনারগাঁ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সোনারগাঁ উপজেলায় জামপুর ইউনিয়নের হেপাটাইটিস-বি টিকা দিতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন ২ জন।
রোববার (২২ মার্চ) সকালে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা হরি মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, হেপাটাইটিস-বি টিকা দিতে উক্ত এলাকায় যান ওই দুই ব্যক্তি। এ সময় হেপাটাইটিস-বি টিকাকে করোনা ভাইরাসের টিকা বলে বিক্রির অভিযোগ আনা হয় ওই দুজনের বিরুদ্ধে। এলাকাবাসী তাদের দুজনকে আটক করে ও মারধর করে এবং জুতার মালা পড়িয়ে এলাকায় ঘুরায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছায়।
গণপিটুনীর শিকার দুজন হলো, যাত্রাবাড়ির মীর হাজারিবাগের মৃত আব্দুস সাত্তারের ছেলে আবজাল হোসেন ও পটুয়াখালীর গোমরাবাড়ির মৃত আব্দুল লতিফ খানের ছেলে বাবুল ইসলাম।
এ বিষয়ে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আহসান উল্লাহ বলেন, সকালে এলাকবাসী আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থলে যাই এবং জানতে পারি তারা উভয়ই কোনো একটি সংগঠন থেকে হেপাটাইটিস-বি এর টিকা দিয়ে গিয়েছিল। এলাকাবাসী ভুল বুঝে তাদের মারধর করে।
তিনি আরো বলেন, এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।