আড়াইহাজারে সেচের পাম্পের তারে জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

 

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আড়াইহাজারে ইরি স্কিমের ডিপ নলকূপের বিদ্যুতের তারে জড়িয়ে লক্ষণ দাস (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ঝাউগড়া এলাকার প্রাণকুমার দাসের ছেলে লক্ষণ দাস তার বাড়ির পাশে জমিতে গরুর ঘাস কাটতে যায়। সেখানে একই এলাকার মিজানুর রহমানের ছেলে নাসিরের ইরি স্কিমের ডিপ নলকূপের স্থাপনা পাশে ঘাস কাটার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এ ঘটনা দেখে স্থানীয় লোকজন আহত অবস্থায় লক্ষণ দাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত লক্ষণ দাসের পরিবারের অভিযোগ, মালিক নাসির ইরি স্কিমের ডিপ নলকূপের চারপাশে বিদ্যুতের তার দিয়ে ঘিরে তাতে বিদ্যুত সংযোগ দিয়ে রাখায় এ দুর্ঘটনা ঘটেছে।

 

স্থানীয় লোকজন জানান, নাসিরের ইরি স্কিমের রক্ষনা বেক্ষনের জন্যে কোন লোক না থাকায় নাসির চোরের ভয়ে নলকূপের চারদিকে খোলা তারে বিদ্যুত সংযোগ দিয়ে রাখত।

 

ঘটনার পর ইরি স্কিমের মালিক নাসির পালিয়ে যায়।

 

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) আমির হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com