বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে হোসিয়ারী এসোসিয়েশনের দোয়া

 

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের ব‌্যাবস্থাপনায় প‌বিত্র কোরান খতম, মিলাদ ও দোয়া মাহ‌ফিলের আয়োজন করে বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌ন।

 

মঙ্গলবার (১৭ মার্চ) দিনব‌্যাপী নগরীর ৬নং সনাতন পাল লেনস্থ হো‌সিয়ারী ক্লাব ভব‌নে দিনব‌্যাপী এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

দোয়া মাহ‌ফি‌লে জা‌তির জন‌ক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান ও তার প‌রিবা‌রের সকল শহীদ সদস‌্যদের রু‌হের মাগ‌ফিরাত কামনা এবং বঙ্গবন্ধু কন‌্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ না‌সিম ওসমা‌নের রু‌হের মাগ‌ফিরাত কামনাসহ নারায়ণগঞ্জ-৫ অাস‌নের বর্তমান সাংসদ সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এবং তা‌দের প‌রিবা‌রের সকল সদস‌্যদের সুস্বাস্থ্য কামনা ক‌রে দোয়া করা হয়। এছাড়া বর্তমান সময়ে সারা বি‌শ্বে মহামা‌রি আকারে ছ‌ড়ি‌য়ে পরা ক‌রোনা ভাইরাস থে‌কে রক্ষা পে‌তে মহান আল্লাহর দরবা‌রে বি‌শেষভা‌বে দোয়া করা হয়।

 

বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি শেখ নাজমুল অালম সজ‌লের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত মিলাদ ও দোয়া মাহ‌ফি‌লে অা‌রো উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ হোসিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের সহসভপতি (‌জেনা‌রেল) মো. ক‌বির হো‌সেন, সহ সভাপ‌তি (এ‌সো‌সি‌য়েট) সাঈদ অাহ‌মেদ স্বপন, প‌রিচালক (‌জেনা‌রেল), মো. মোজা‌ম্মেল হক, প‌রিচালক (‌জেনা‌রেল) অালহাজ্ব অাবদুল হাই, প‌রিচালক (‌জেনা‌রেল) অালহাজ্ব মো. ম‌নির হো‌সেন, প‌রিচালক (‌জেনা‌রেল) বাবু বৈদ‌্যনাথ পোদ্দার, প‌রিচালক (‌জেনা‌রেল) মো. সাখাওয়াত হো‌সেন সুমন, প‌রিচালক (‌জেনা‌রেল) অাবুল বাশার বা‌সেত, প‌রিচালক (এ‌সো‌সি‌য়েট)  অাতাউর রহমান, সা‌বেক প‌রিচালক (‌জেনা‌রেল) বাবু সুশান্ত পাল চৌধুরী সহ হো‌সিয়ারী ব‌্যাবসায়ী ও শ্রমিকবৃন্দ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com