জন্মদিনে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত আ’লীগ নেতা শওকত আলী

 

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বুধবার ৬৭ বছরে পা রেখেছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী। ১৯৫৩ সালের ১৮ মার্চ জন্ম নেন আওয়ামী লীগের এই নেতা।

 

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় জন্মদিনে নেতাকর্মী ও পরিবারের সদস্যদের ভালবাসায় সিক্ত হয়েছেন শওকত আলী।

 

 

 

জন্মদিন উপলক্ষ্যে বক্তাবলী যুবসমাজ আয়োজন করে বর্ণিল অনুষ্ঠানের। ফুলের তোড়া ও নৌকাসদৃশ স্বর্ণের কোট পিনও তুলে দেন কর্মীরা।

 

সন্ধ্যায় বক্তাবলী ঘাটস্থ এম শওকত আলীর অফিস প্রাঙ্গণে কেক কাটার আয়োজন করা হয়।

 

 

 

 

 

 

আয়োজনে পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি আলমগীর হোসেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল হোসেন প্রধান, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক তৈয়ব আলী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রফিক নান্নু, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাছির সরদার ও সাধারণ সম্পাদক আল আমিন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দীন মাতবর, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম মাস্টার, আওয়ামীলীগ নেতা ছিদ্দিক, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য আকিল উদ্দিন, ৩নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান, ৪নং ওয়ার্ড সদস্য ওমর ফারুক, ৫ নং ওয়ার্ড সদস্য আব্দুল মতিন, ৭ নং ওয়ার্ড সদস্য জলিল গাজী, ৮নং ওয়ার্ড সদস্য মনির হোসেন, ৯ নং ওয়ার্ড সদস্য আমজাদ হোসেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের নারী সদস্য হাজেরা, মরিয়ম, বিলকিস, প্রকৌশলী আবু সাইদ রিংকু, জামাল হোসেন, আক্তার হোসেন, আরব আলী ভুইঁয়া, যুবলীগ নেতা আনোয়ার আলী, বান্টি, আনোয়ার হোসেন, ববি বাদল, রিয়াদ চিশতি প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com