ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানার বক্তাবলীর ছমিনগরে আওয়ামীলীগ নেতা ইদ্রিস আলীর উদ্যোগে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ পালন করা হয়েছে।
মঙ্গলবার(১৭মার্চ) বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ ইদ্রিস আলীর সার্বিক সহযোগিতায় বক্তাবলীর ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে কেক কাটা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান, বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আাতাউর রহমান প্রধান, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, প্রকৌশলী আবু সাইদ রিংকু ও বক্তাবলী ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা মোঃ আনোয়ার আলীসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।