বঙ্গবন্ধুর জন্মশত বর্ষে বক্তাবলীতে পপুলারের বিনামূল্যে চিকিৎসাসেবা

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষ্যে বক্তাবলীঘাটস্থ নিউ পপুলার মেডিকেল সাভির্সেস বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডায়াগনস্টিক সেন্টারটিতে ডায়াবেটিস, মেডিসিন, শিশুদের চিকিৎসাসেবা, রক্ত ও প্রস্রাব পরীক্ষাসহ ডায়াবেটিস রোগীদের বই দেওয়া হয়।
শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা শিশু হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ইউসুফ হীরা ও নারায়ণগঞ্জের ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. রায়হান উদ্দিন সিয়াম।