নানা আয়োজনে না’গঞ্জে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন

 

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নানা আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করা হয়েছে। জেলা প্রশাসন, জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো দিবসটি পালন করেছে।

 

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নগরীর চাষাড়ায় বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম ও র‌্যাব-১১ এর অধিনায়ক ইমরান উল্লাহ সরকার।

পরে সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক নগরীর কালিরবাজারে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে নবনির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন। একই সময়ে নগরীর দুই নম্বর রেল গেইট এলাকায় সিটি কর্পোরেশন নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন ও ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

নগরীর জলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও পরিষদের অন্যান্য সদস্যরা। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদকসহ দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান। এছাড়া যুবলীগ ও ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের পক্ষ থেকেও সেখানে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

 

এদিকে জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিবর্ষ উদযাপন করতে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জেলা আদালত, নগরভবন ও শেখ রাসেল নগর পার্কসহ সকল সরকারি কার্যালয়ের ভবনকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। তবে পূর্ব নির্ধারিত নানা অনুষ্ঠানের কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে সরকারি আদেশে জেলায় সরকারি বেসরকারি সব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

 

অন্যদিকে ফতুল্লার পঞ্চবটি মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক এম শওকত আলী। এসময় আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সাইফ উল্লাহ বাদল নেতাকর্মীদের নিয়ে কাশীপুর দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে একশত পাউন্ডের একটি কেক কাটেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com