না’গঞ্জে হোম কোয়ারেন্টাইনে ২৭
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৭ জন। সোমবারও এই সংখ্যা ছিল ২৩ জন। এদিকে নারায়ণগঞ্জে হোম কোয়ারেন্টাইনে থাকা ১৭ জন বাদ পড়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে এক চীনা নাগরিকসহ বিদেশ ফেরত ২৩ জন।
মোহাম্মদ ইমতিয়াজ জানান, নারায়ণগঞ্জে নতুন করে কেউ আক্রান্ত হয়েছেন কিনা সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে নারায়ণগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ২৭ জনকে রাখা হয়েছে। এদের মধ্যে বিদেশ ফেরত ২৩ জন তার মধ্যে একজন চীনা নাগরিক রয়েছেন।
তিনি আরও জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার ১৬ জন, বন্দরের ৯ জন, আড়াইহাজারের ১ জন এবং সোনারগাঁয়ের ১ জন রয়েছে। তবে কাউকেই প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়নি। তারা সবাই বাড়িতে রয়েছেন। প্রতিদিন স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নিচ্ছেন। ওই ২৭ জনকে বাইরে ঘোরাফেরা না করে বাসায় অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
সিভিল সার্জন বলেন, এদিকে নারায়ণগঞ্জে হোম কোয়ারেন্টাইনে থাকা ১৭ জন বাদ পড়েছেন। ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পরও তাদের শরীরে কোভিড-১৯ পাওয়া যায়নি বলে তাদের কোয়ারেন্টাইন থেকে বাদ দেওয়া হয়েছে।