‘বাবুল মোশাররফ চত্বর’ চেয়ে মেয়রের কাছে আবেদন

 

সোনারগাঁ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সাংবাদিক ও সাহিত্যিক প্রয়াত বাবুল মোশাররফ স্মরণে সোনারগাঁও পৌরসভার গোলচত্বরকে সাংবাদিক বাবুল মোশাররফ চত্বর নামকরণ করার জন্য সোনারগাঁও পৌরসভার মেয়র সাদেকুর রহমান বরাবর লিখিত আবেদন করেছে সোনারগাঁও সাহিত্য নিকেতন।

 

শনিবার (১৪ মার্চ) বিকেলে সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের পাঠাগারে সোনারগাঁও সাহিত্য নিকেতনের নিয়মিত সাহিত্য সভা শেষে সোনারগাঁও পৌর কার্যালয়ে মেয়রের কাছে লিখিত আবেদনটি হস্তান্তর করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি রহমান মুজিব, সহ সভাপতি আসমা আক্তারী, সাধারণ সম্পাদক রবিউল হুসাইন, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোফাখখার সাগর, শিক্ষা ও গবেষনা সম্পাদক ফজলে রাব্বী সোহেল, নির্বাহী সদস্য মো. মোয়াজ্জেনুল হক, সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি আবু বকর সিদ্দিক, সাহিত্য নিকেতনের সদস্য রোকেয়া আক্তার, নিলুফা ইয়াসমিন, শাহনাজ আক্তার ও এলমা মরিয়ম জুম্মি প্রমূখ।

 

মেয়র সাদেকুর রহমান বলেন, সাংবাদিক ও সাহিত্যিক বাবুল মোশাররফ ছিলেন একজন নিভৃতচারী মানুষ। তিনি সোনারগাঁওয়ের সাংবাদিকতা ও সাহিত্যঙ্গনে অনন্য ভূমিকা রেখে গেছেন। সোনারগাঁও সাহিত্য নিকেতনের পক্ষ থেকে যে আবেদনটি করা হয়েছে তা অবশ্যই দ্রুত গতিতে বাস্তবায়ন করা হবে। এ ব্যাপারে সোনারগাঁও পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com