দেশে এখন করোনা আক্রান্ত কেউ নেই: আইইডিসিআর

 

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: দেশে এই মুহূর্তে করোনা আক্রান্ত কেউ নেই বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তবে হাসপাতালে নয়জন আইসোলেশনে এবং চারজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে।

 

শনিবার (১৪ মার্চ) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর।

 

অধ্যাপক মীরজাদী সেব্রিনা বলেন, গত ২৪ ঘণ্টায় ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, তাদের কারও শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি।

 

তিনি বলেন, ‘আমরা আজ আপনাদের আরও একটি সুখবর দিতে চাই। এরই মধ্যে আমরা জানিয়েছি, দেশে করোনা আক্রান্ত তিনজনের মধ্যে দুজনকে করোনামুক্ত দেখেছি। গতকাল তৃতীয়জনের প্রথম টেস্টে নেগেটিভ এসেছে, ২৪ ঘণ্টা পর আমরা আরেকটি পরীক্ষা করবো, সেখানেও যদি নেগেটিভ আসে, তাহলে তাকেও আমরা ছেড়ে দেবো।’

 

তিনি বলেন, ‘করোনার উপস্থিতি আছে, এমন কোনও মানুষ এই মুহূর্তে বাংলাদেশে নেই।’

 

আইইডিসিআর পরিচালক বলেন, এ পর্যন্ত মোট ২১১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। আক্রান্ত দেশ থেকে লক্ষণ-উপসর্গ নিয়ে এসেছেন এমন নয়জন এই মুহূর্তে হাসপাতালে আইসোলেশনে আছেন, এছাড়া প্রাতিষ্ঠানিকভাবে চারজন কোয়ারেন্টাইনে আছেন।

 

তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী বিশ্বের ১২৩টি দেশে এখন কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৭৫৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৯৯ জন। মোট মারা গেছেন ৪ হাজার ৯৫৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪২ জন। চীনে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৯৯১ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১ জন।

 

অধ্যাপক মীরজাদী বলেন, তবে দেশের বাইরে থেকে যারাই আসছেন তাদেরই এখন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হচ্ছে। অত্যাবশ্যকীয় না হলে বাড়ির বাইরে যাবেন না এবং যেতে হলে মাস্ক ব্যবহার করুন। অনুরোধ করে হচ্ছে এই মুহূর্তে বিদেশ থেকে দেশে চলে না আসার জন্য। কারণ, এতে করে তাদের মাধ্যমে সংক্রমণ ঘটতে পারে। আবার তারা হয়তো এখন সুস্থ আছেন, কিন্তু যে বিমানবন্দর দিয়ে আসবেন, সেখানে তারা নিজেরাও সংক্রমিত হতে পারেন।

 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে কোভিড-১৯ সংক্রান্ত কল এসেছে ৩ হাজার ৬০৩টি এবং সরাসরি এসে সেবা নিয়েছেন ৩১ জন।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com