দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের তহবিল বৃদ্ধির সিদ্ধান্ত

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: কাশীপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের তহবিল বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষক-কর্মচারীদের দাবির প্রেক্ষিতে মাদ্রাসা গর্ভণিং বডির সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদল ওই সিদ্ধান্তে সম্মতি দেন।

 

এম সাইফ উল্লাহ বাদলের সভাপতিত্বে গর্ভণিং বডির নিয়মিত সভা শনিবার (১৪ মার্চ) দুপুরে মাদ্রাসা অফিস রুমে অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় মাদ্রাসার শিক্ষা অবকাঠামো ও অন্যান্য বিষয়েও আলোচনা হয়।

 

সভায় আরো উপস্থিত ছিলেন-কমিটির সহসভাপতি আলহাজ্ব আশরাফুল আলম, সাধারণ সম্পাদক ও মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নুরুল আলম, মাদ্রাসা অধিদপ্তরের প্রতিনিধি আব্দুল আউয়াল, সদস্য গোলাম হায়দার, ফারুক আহমেদ, শিক্ষক প্রতিনিধি আলী আকবর, মোঃ আবুল কাশেম, মোঃ আকরাম হোসেন প্রমুখ।

 

প্রসঙ্গত সাইফ উল্লাহ বাদল এ মাদ্রাসার দায়িত্ব গ্রহণের পর থেকে এ মাদ্রাসার শিক্ষা-অবকাঠামোগত বেশ উন্নতি হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com