নগরীতে ‘গ্রামের বা‌ড়ি’ রেস্টুরেন্টের উ‌দ্বোধন

 

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:  নগরীতে গ্রামবাংলার ঐ‌তিহ্যের আদলে উ‌দ্বোধন হল ‘গ্রামের বা‌ড়ি’ রেস্টু‌রেন্ট।

 

শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় মে‌ট্রোহল সংলগ্ন এ রেস্টু‌রেন্ট এর উ‌দ্বোধন ক‌রেন প্রয়াত সা‌বেক সাংসদ না‌সিম ওসমান এর সহধর্মিনী পারভীন ওসমান। শতভাগ মানসম্পন্ন বাঙ্গালীর খাবা‌রে নিশ্চয়তায় রেস্টুরেন্টটি শুরু করেছেন সত্ত্বা‌ধিকারী মা‌নিক লাল মজুমদার ও সৈকত সাহা প্রামীর।

 

দৃ‌ষ্টিনন্দন আ‌লোকসজ্জ্বা ও পুর‌নো ঐ‌তি‌হ্যের প্র‌তিচ্ছ‌বি‌তে সাজা‌নো হ‌য়ে‌ছে এ রেস্টুরেন্টটি। যেখা‌নে খাবা‌রের বিশষা‌য়িত হ‌চ্ছে বাঙ্গা‌লিদের ঘরোয়া খাবার। এর ম‌ধ্যে অন্যতম হ‌চ্ছে,সাদা ভাত, বি‌ভিন্ন ভর্তা, ‌দেশী মাছ, বউয়া, গরুর খা‌টি দু‌ধের তৈরী পা‌য়েস ইত্যা‌দি।

 

এসময় উপ‌স্থিত ছিলেন, রেস্টু‌রে‌ন্ট কতৃপক্ষ প্রমা মজুমদার সাহা, শ্যামল সাহা, জাতীয় পা‌র্টি নেতা আব্দুল কা‌দির, জাতীয় ম‌হিলা পা‌র্টির সা‌বেক নেত্রী শার‌মিন ইসলাম, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল, শরিফুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র সমাজের সহ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ছাত্র সমাজের আহবায়ক শাহাদাত হোসেন রূপু, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্র সমাজের আহবায়ক শাহ আলম সবুজ, রফিক, জুনু, মামুন খান, নুর মোহাম্মদ, কা‌দির প্রমুখ।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com