ফতুল্লায় মুক্তিযোদ্ধা আবুল কাশেমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় মুক্তিযুদ্ধা মোঃ আবুল কাশেম হাওলাদার এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

 

সোমবার (৯ মার্চ) সকাল দশটায় ফতুল্লা নতুন স্টেডিয়াম সংলগ্ন রওজাতুল সালেহীন মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে সিদ্ধিরগঞ্জ (ভূমি অফিস) এসিল্যান্ড মাসুম রেজার তত্বাবধানে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার দেওয়া হয়। রাষ্ট্রীয় সম্মাননা শেষে মরহুমের যানাজার নামাজ অনুষ্ঠিত হয়, পরে তাকে ফতুল্লা নতুন স্টেডিয়াম সংলগ্ন রামারবাগ কবরস্থানে দাফন করা হয়।

 

রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় ফতুল্লা উত্তর শিয়াচর এলাকা নিবাসী বীর মুক্তিযুদ্ধা মোঃ আবুল কাশেম হাওলাদার ঢাকার একটি সরকারী হৃদরোগ ইন্সটিটিউট হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস সহ শারীরিক বিভিন্ন সমস্যায় ছিলেন।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৮) বছর।তিনি পরিবারে স্ত্রী সহ দুই ছেলে এক মেয়ে ও রেখে যান।

 

আবুল কাশেমের জানাজায় উপস্থিত ছিলেন- ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন, মুক্তিযুদ্ধা কমান্ডার মোঃ জুলহাস হোসেন, যুবলীগ নেতা ইমান আলী, কেন্দ্রীয় যুবদল নেতা মোঃ সুমন দেওয়ান, কাজী আসিফ, গঞ্জ মহানগর বি,এনপি নেতা মোঃ আজিজুল হক টিটলু, খন্দকার শামীম, মোঃ সাদ্দাম, হাবিবুর রহমান, মোঃ সুমন, মোঃ মঞ্জু মরহুমের ভাই বোন আত্মীয় স্বজন ও এলাকার গন্যমান্যরা।

আবুল কাশেম হাওলাদারের পরিবার থেকে জানানো হয়, যুদ্ধকালীন সময়ে কুমিল্লা ২ নম্বর সেক্টর থেকে মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পর টানা ৩৫ বছর চাষাড়া সোনালী ব্যাংক শাখায় দায়িত্বরত সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

 

শোক প্রকাশ

এরই মধ্যে মরহুমের শোকাহত পরিবারকে সান্তানা দিয়ে সমশোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা এডঃ তৈমুর আলম খন্দকার, কেন্দ্রীয় বিএনপি’র গণ-শিক্ষা বিষয়ক সহ -সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল এর সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল এর সভাপতি শাহেদ আহমেদ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com