করোনা: যেভাবে প্রস্তুত না’গঞ্জ
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করোনা ভাইরাসে আক্রান্ত তিন রোগী শনাক্ত হবার পরে নারায়ণগঞ্জে এক ধরণের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে, সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সর্তকর্তা অবলম্বন করতে পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে করোনা মোকাবেলায় সন্দেহজনক রোগীদের বিশেষ ব্যবস্থায় আলাদা রাখার জন্য ৫০ শয্যার কোয়ারেন্টাইন প্রস্তুত করেছে নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ। এই তথ্য জানিয়েছেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।
ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, করোনা ভাইরাসের ঝুঁকি মোকাবেলায় কোয়ারেন্টাইনের জন্য নগরের পুরাতন কোর্ট এলাকায় নির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় প্রস্তুত করা হয়েছে। কারো মধ্যে কোভিড-১৯ এর লক্ষণ দেখা গেলে তাকে হাসপাতালের আইসোলেশন বেডে রাখা হবে। আর সন্দেহজনক কাউকে পাওয়া গেলে তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে। একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। যেকোন খবর পেলেই অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হবে। জেলার প্রতিটি সরকারি হাসপাতালে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বেসরকারি হাসপাতালগুলোতে আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ডা. ইমতিয়াজ নারায়ণগঞ্জের লোকজনদের আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি বলেন, আতঙ্কিত না হয়ে মানুষের উচিত সতর্ক হওয়া। সরকারিভাবে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেসব নির্দেশনা মেনে চলারও তাগিদ দেন তিনি।
তিনি বলেন, ঘরের বাইরে মাস্ক ব্যবহার, গণপরিবহন এড়িয়ে চলা, প্রচুর ফলের রস এবং পর্যাপ্ত পানি পান করতে হবে, ঘরে ফিরে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। কিছু খাওয়া কিংবা রান্নার আগে ভালো করে ধুয়ে নিতে হবে, ডিম কিংবা মাংস রান্নার করার আগে ভালোভাবে সিদ্ধ করে, ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলা, নিয়মিত ঘর এবং কাজের জায়গা পরিস্কার রাখা এবং অপ্রয়োজনে ঘরের দরজা-জানালা খুলে রাখা যাবে না। জনসমাগম এড়িয়ে চলবেন। তাহলেই অনেকটা নিরাপদ থাকা যাবে। তাই কেউ জ্বরে আক্রান্ত হলে পরামর্শ থাকবে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া।
অন্যদিকে করোনা মোকাবেলা ও প্রস্তুতির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, যারা আক্রান্ত হয়েছেন তাদের নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। মসজিদগুলোতে করোনা সম্পর্কে সতর্কতামূলক বার্তা প্রদানের জন্য ইমাম-মুয়াজ্জিনদের বলা হয়েছে। সর্বোপরি আতঙ্কের কোনো কারণ নেই। তবে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।