সোনারগাঁয় ৪২৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২
সোনারগাঁ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সোনারগাঁয় ৪২৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (৭ মার্চ) উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢিয়ারচর মেঘনাঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- শাহিন (৩০) ও বাসুদেব দাস (২৭) । এসময় তাদের কাছ থেকে নগদ ২৯৭৪০ টাকা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব -১১ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী।
তিনি জানান, আসামী মোঃ শাহিন এর বাড়ী রূপগঞ্জ থানাধীন পারাইন এলাকায় এবং বাসুদেব এর বাড়ী মিঠাবো এলাকায়। গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।