আড়াইহাজারে দু’টি মৃত্যু নিয়ে নানা গুঞ্জন!
আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আড়াইহাজারে পৃথক দু’টি মৃত্যু নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। শুক্রবার (৬ মার্চ) উপজেলার হাইজাদী ইউনিয়নের সিংহদী গ্রামের আবদুল বারেকের স্ত্রী আফিয়া (৬৫) মারা যান। এলাকায় পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে জানাজানি হলে খবর পেয়ে পুলিশও লাশ উদ্ধারে ঘটনাস্থলে যায়। পরিবারের দাবী আফিয়া শ্বাসকষ্ট জনিত কারণে মারা গেছে।
যদিও স্থানীয় একটি প্রভাবশালী মহল পুলিশকে ম্যানেজ করে ময়নাতদন্ত ছাড়া লাশ লাশ দাফনের চেষ্টা চালাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে।
অপরদিকে একই দিন উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের মিজানের ছেলে জাকির হোসেন (৩৫) আত্মহত্যা করেছে। তিনি বিষপানে আত্মহত্যা করেছেন বলে পুলিশের দাবি। স্থানীয় লোকজন জানায়, প্রেমঘটিত কারণে নিজের পরিবারের সাথে মতবিরোধে আত্মহত্যা করে থাকতে পারে। কারন স্থানীয় একটি মেয়ের সাথে জাকির হোসেনের প্রেম চলছিল।
পর পর দু’টি ঘটনাই শুক্রবার রাতে ঘটেছে।
তবে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন,আফিয়া শ্বাসকষ্ট জনিত কারণে মারা যেতে পারেন তবে জাকির হোসেন প্রেম গঠিত কারনে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে। তবে উভয় ঘটনায়ই থানায় কোন মামলা নেওয়া হয়নি বা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানাগেছে।