সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টারকারীকে গণধোলাই

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জাকির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই রফিউদ্দৌলা জানান, শিশুটির মা একটি গার্মেন্টে চাকুরী করে। তার বাবাও কাজে থাকায় বাহিরে ছিলেন। স্কুল থেকে বাড়ি ফিরে খেলা করছিল শিশুটি। তকে খেলতে দেখে জাকির হোসেন পানি খাওয়ার কথা বলে বাসায় প্রবেশ করে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই শিশুটি আত্মচিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে এলে জাকির হোসেন পালিয়ে যায়। শিশুটির মা-বাবা কাজ শেষে বাড়ি ফিরে ঘটনাটি শুনে এলাকাবাসীকে জানালে জাকির হোসেনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। গ্রেফতারকৃত জাকির হোসেন সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়া জোড়াখাম্বা এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে ফার্মের মুরগির ব্যবসা করতো। জাকির হোসেন ভোলা জেলার লাল মোহন থানার গজারিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানায়, এ ব্যপারে মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণচেষ্টারী জাকির হোসেনকে আদালতে পাঠানো হবে।