শেখ মুজিব টেনিস টুনামের্ন্ট কমিটির সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নারারায়গঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে আয়োজিত শেখ মুজিবুর রহমান টেনিস টুর্নমেন্টের আহবায়ক কমিটির সাথে মত বিনিময় করেছেন নারায়নগঞ্জেরর জেলা প্রসাসক জসিম উদ্দিন।
মঙ্গলবার (৩ মার্চ ) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় শেষে আহবায়ক কমিটির সদস্য সোহাগ রনিকে বঙ্গবন্ধুর ব্যাচ পড়িয়ে দেন জেলা প্রশাসক।
প্রসঙ্গত শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উপলক্ষে জেলা প্রশাসন শেখ মুজিবুর রহমান টেনিস টুর্নামেন্ট ২০২০ আয়োজন করা হয়েছে।
রোববার (২মার্চ) বিকালে টুর্ণামেন্ট পরিচালনার জন্য জেলা প্রশাসককে (অতিরিক্ত) আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। সেই আহবায়ক কমিটিতে সদস্য হিসেবে টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব পেলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোনারগাঁয়ের শাহ মোঃ সোহাগ রনি।