শিক্ষা তহবিল গঠনের পরামর্শ শিক্ষা উপমন্ত্রী নওফেলের

সোনারগাঁও প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সোনারগাঁও সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুর্বণজয়ন্তী অনুষ্ঠান পালন করা হয়েছে।

 

শনিবার (২৯ ফেব্রুয়ারী) ইউএস বাংলার আয়োজনে কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আজকে যে অনুষ্ঠানের আয়োজক প্রাক্তন ছাত্র। তাই আমি বলব আপনারা কলেজে একটি তহবিল গঠন করেন। সে তাহবিল দিয়ে শিক্ষাজীবন শেষ করে শিক্ষার্থীরা ৬ মাস প্রশিক্ষন নিয়ে ভালো চাকুরি করতে পারবে এবং গরীর ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ যোগাবে। এতে দেশের অর্থনীতির চাকা সচল হবে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন আমরা যেন প্রতিটি বিদ্যালয়ের অনুষ্ঠানে গিয়ে তহবিল গঠন করার কথা বলি। আমরা চাই মুজিব বর্ষে প্রত্যেকের এ অঙ্গিকার হোক।

সূর্বণজয়ন্ত্রী অনুষ্ঠানে অনান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোঃজসিম উদ্দিন, সাবেক এমপি আবদুল্লাহ কায়সার হাসনাত, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, কলেজের সাবেক সভাপতি মনির হোসেন, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, মাহফুজুর রহমান কালাম, এএইচএম মাসুদ দুলাল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, ইউএস বাংলার চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুসহ কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নায়ক রিয়াজ।

 

পরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী নোবেল ও রাজিব গান পরিবেশন করেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com