রূপগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ফেন্সিডিল উদ্ধার
রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী এলাকা থেকে ২৮১ বোতল ফেনসিডিল সহ মনির হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব -১০ এর একটি টিম।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, শ্যামলী পরিবহণের ওই যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্টো-ব ১৪-৯৮৩৪) যাত্রী সেজে ফেন্সিডিল নিয়ে আসছেন এমন সংবাদের ভিত্তিতে তল্লাশী চালানো হয়। পরে দু’টি ব্যাগে রাখা ২৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, মনির একজন পেশাদার বিক্রেতা। সে মাদকদ্রব্য বহনে যাত্রাবাহী বাস ব্যবহার করে আসছে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।