ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সদর উপজেলায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের আয়োজনে বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকালে সদর উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ ইয়াসিন মিয়া এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পল্লী উন্নয়ন এর উপ-পরিচালক সামসুন নাহার।
সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ বেলাল হোসেন এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সহ সভাপতি মোঃ নূর হোসেন, সিদ্ধিরগঞ্জ মিজমিজি দঃ পাড়া কৃষক সমিতির ম্যানেজার মোস্তফা কামাল। এছাড়াও সমবায় সমিতি লিঃ এর পর্ষদের পরিচালকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আবেদ আলী, আহমেদ শামীম, আলাউদ্দিন বারী ও শাহিদা বেগম প্রমুখ।