ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া তানভীর ডাক্তার হতে চায়

 

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মেধাবী তানভীর আহমেদ। ২০১৯ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সে নগরীর আমলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নেয়। মেধাবী তানভীর আহমেদ ডিক্রিরচর খালেক মাস্টার ডায়বেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. একে শফিউদ্দিন মিন্টুর প্রথম সন্তান। তানভীর এর আগে প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল।

 

তানভীর ভবিষ্যতে বাবার মতো ডাক্তার হতে চায়। এদিকে সন্তানের ভবিষ্যত সাফল্যের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন ডা. একে শফিউদ্দিন আহমেদ মিন্টু।

 

প্রসঙ্গত আমলাপড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এবার ৩৭জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। যা সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থানে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com