বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে যুবক গ্রেফতার
বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বন্দরে কদমরসুল এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির অভিযোগে গালিব হাসান (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত গালিব হাসান মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার উপজেলার বাউশিয়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে খবর পেয়ে বন্দর থানার এস আই আনোয়ার হোসেন জানান, গালিবকে ২০১৮ সনের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গালিব হাসানের পোস্টকরা নিয়ে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন বন্দর ২৩নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন এ মামলা করেন।