বারবার সীলগালা; তবুও বন্ধ হয় না রাজিয়া ক্লিনিক!

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ‘মানুষ মারার কারখানা’ খ্যাত সদর উপজেলার বক্তাবলীর রাজিয়া ক্লিনকটি এখনও বন্ধ হয়নি। কয়েক দফা সীলগালা করে দিলেও বারবার রহস্যজনক কারণে তা আবার খুলে যায়। সবশেষ স্বাস্থ্য বিভাগের অভিযানে সময়ও পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করেন রাজিয়া।

 

ভুক্তভোগী স্থানীয়দের অভিযোগ, কয়েকদফা সীলগালা করা হলেও এ প্রতিষ্ঠানটি কী করে আবার ব্যবসা পেতে বসে! তাদের দাবি, বক্তাবলীর গোপালনগর বাজারে হাজী চাঁন প্লাজায় অবস্থিত ওই ক্লিনিকটি ভবন মালিক ইদ্রিস আলীর যোগসাজসেই বারবার চালু হয়। অভিযানের পর তিনিই বারবার তদবীর করে তা খুলে দেবার ব্যবস্থা করেন। সবশেষ গত বছরের ২১ নভেম্বর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিযান চালানোর সময় তিনিই কয়েকদিনের দায়িত্ব নিয়ে ওই টিমকে বিদেয় করেন।

 

২১ নভেম্বর ওই টিমের অভিযানে খবরে সেদিন রোগী রেখেই পালিয়ে যায় রাজিয়া সহ ক্লিনিকের সকলেই। তারপর কয়েক দিন বন্ধ থাকার পর আবার শুরু হয় ক্লিনিকটি।

 

অনিয়মের অভিযোগে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডাঃ জাহিদের নেতৃত্বে একটি টিম পরিদর্শনে এসে অভিযোগের সত্যতা পান। অভিযানের খবরে পালিয়ে যায় রাজিয়া। পরে ভবন মালিক এসে টিমের কাছে কয়েকদিনে সময় চান। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা স্বাস্থ্য অফিসে রাজিয়াকে যেতে নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

 

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন যাবৎ রাজিয়ে ক্লিনিক খুলে এমআর, ডিএনসি, ডেলিভারীর কাজ করে আসছে। ডেলিভারী করতে গিয়ে অনেক প্রসূতি মৃত্যুবরণ করেছে। নারায়ণগঞ্জে কর্মরত থাকা অবস্থায় আলোচিত কর্মকর্তা গাউছুল আজম দুইবার প্রতিষ্ঠানটিকে সীলগালা করে দেন।

 

রাজিয়া নিজেকে ডাক্তার পরিচয় দিলে গাউছুল আজমের অভিযানে সময় পঞ্চম শ্রেণী পাস সনদপত্র ও মেডিস্টার ক্লিনিকে আয়ার কাজের সার্টিফিকেট ছাড়া কিছু দেখাতে পারে নাই।

 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাহিদ বলেন, অভিযানের সময় পালিয়ে যাওয়ার কারণে তার কাগজপত্র দেখতে পারি নাই। তখন তাকে তিনদিন সময় দেয়া হয়েছিল।

 

কিন্তু ক্লিনিকটি আবারও চালু হয়েছে কীভাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্লিনিক চালানোর কোন কাগজপত্র ও অনুমোদন তার নেই। উনি আইনত ক্লিনিক চালাতে পারেন না। তাকে ওই ক্লিনিকে বিলবোর্ড নামিয়ে ফেলতে বলা হয়েছে। কারণ ক্লিনিক চালানোর মতো সরকারী বিধি অনুযায়ী তার কোন সরঞ্জাম বা জনবল নেই।

 

ডা: জাহিদ আরো বলেন, তবে রাজিয়া একজন প্রশিক্ষিত দাই। নরমাল ডেলিভারি তিনি করতে পারেন। তবে ওই প্রতিষ্ঠানে সিজার বা ক্লিনিকালি অন্যান্য কার্যক্রম অবৈধ। যদি এমন কোন তথ্য আপনার কাছে থাকে, আমাকে জানান ব্যবস্থা নিব।

 

তবে ক্লিনিকটির সাইনবোর্ড খুলে ফেললেও ভেতরে চলছে আগের মতোই কার্যক্রম। গত কয়েকদিন সরেজমিন গিয়ে এ চিত্র দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, রাজিয়ার সাথে ভবন মালিক মিলে এ কাজ করছেন।

 

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা: ইমতিয়াজ আহমেদ বলেন, বিষয়টি আমি খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

 

প্রথমে সব কাগজপত্র আছে দাবি করলেও পরে ক্লিনিক চালানোর কোন কাগজপত্র নেই একথা অকপটে স্বীকার করে রাজিয়া বেগম বলেন, আমি এখন ক্লিনিক চালাই না। ক্লিনিকের সাইনবোর্ড খুলে ফেলেছি। এখানে শুধু নরমাল ডেলিভারী করাই।

এসময় তিনি অফিসে এসে দেখা করার জন্য বারবার অনুরোধ করেন।

 

অন্যদিকে ভবন মালিক ইদ্রিস আলী ফোনে বলেন, আমি করি চালের ব্যবসা রাজিয়া করে ক্লিনিকের ব্যবসা-আমি কেমনে তারে সাহায্য করমু। আল্লাহরে হাজির-নাজির কইরা কই আমি এসব কাজে নাই। জনগণের ক্ষতি হয়-এমন কাজ করলে আমিও বাধা দিমু।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com