বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বন্দরে বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, ভাষা সৈনিক ও স্বাধীনতা পদকে (মরোণত্তর) ভূষিত প্রয়াত জননেতা এ কে এম শামসুজ্জোহা’র ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাদ যোহর বন্দর থানার মুসাপুর ইউনিয়নস্থ শামসুজ্জোহা স্কুল প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুমের পরিবারের পক্ষ থেকে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫-আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
এছাড়া দোয়ায় অংশগ্রহণ করেন-নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম এ রশিদ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব আবু জাহের, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি হাজী এহসানুল হাসান নিপু, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু,বন্দর থানা ছাত্রলীগের সংগ্রামী সাংগঠনিক খান মাসুদ এবং নারায়ণগঞ্জ বন্দর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিত ছিলেন ।