কাশীপুরে ইউএনও নাহিদা বারিকের স্কুল ব্যাগ বিতরণ

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার কাশীপুরে ১০৮ নং কাশীপুর কদম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক।

 

সোমবার (২৪ ফেব্রুয়ারী) কাশীপুরে ঐই স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি নাহিদা বারিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা বাবা মার কথা মতো চলবে মানুষের মত মানুষ হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে তোমাদের। তোমরা শিক্ষা অর্জন করে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে।

 

এছাড়াও তিনি আগামী ২১ শে ফেব্রুয়ারীর আগে স্কুলে শহিদ মিনার নির্মাণ করার প্রতিশ্রুতি দেন ।

 

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল এবং সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শহিদ উল্লাহ।

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম এবং কাশীপুর ইউনিয়ন কৃষকলীগ নেতা আবুল কালাম, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরিফ বিন্দু, কাশীপুর ২নং ইউপি সদস্য এমদাদুল হক খোকা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com