আলী আহাম্মদ চুনকার মৃত্যুবার্ষিকী কাল
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার।
১৯৮৪ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি মারা যান।
আলী আহাম্মদ চুনকার বড় সন্তান ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত নারী চেয়ারম্যান। সিটি কর্পোরেশন হবার আগে দুইবার তিনি পৌরসভা নির্বাচনেও জয় লাভ করে। তার আরেক ছেলে আহাম্মদ আলী রেজা উজ্জ্বল মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক।
আলী আহাম্মদ চুনকা জেলা ও শহর আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রতিষ্ঠাতা সিনিয়র সহসভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
এ উপলক্ষে আলী আহাম্মদ চুনকা ফাউন্ডেশন, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, শহর যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরানখানি, শোকর্যালি, মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, আলোচনা সভা মিলাদ মাহফিল।