রূপগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: রূপগঞ্জে র‌্যাবের সাথে `বন্দুকযুদ্ধে` অজ্ঞাত পরিচয়ে এক যুবক (৪০) নিহত হয়েছে। র‌্যাবের দাবি, ঘটনাস্থল থেকে দুইটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, বিপুল পরিমান ফেন্সিডিল ও গাজা উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের দাউদপুর ইউনিয়নের কালনী এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।

র‌্যাব-১ এর পূবার্চল ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আব্দুলাহ আল মেহেদী জানান, বৃহস্পতিবার রাতে সড়কের কালনী এলাকায় র‌্যাব-১ এর একটি চেকপোস্ট বসে। রাত সাড়ে ৩টার দিকে গাজীপুরগামী প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো -গ ১৭-৯৫২৩) থামানোর জন্য সিগন্যাল দিলে হঠাৎ প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। র‌্যাব পাল্টা গুলি ছুড়লে সড়কের কালনী এলাকায় পূর্বাচল ২২ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা কবরস্থানের পাশে প্রাইভেটকার রেখে অজ্ঞাতনামা দুই ব্যক্তি পালিয়ে যায়। এসময় র‌্যাব গুলিবিদ্ধ অবস্থায় এক অজ্ঞাতনামা যুবককে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঘটনাস্থল থেকে দুইটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, ২শ ৯৬ বোতল ফেন্সিডিল, ৫ কেজি গাজা, নগদ ২৮ হাজার টাকা ও ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করেন।

 

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, র‌্যাব-১ দুইটি বিদেশী পিস্তল, বিপুল পরিমান মাদকদ্রব্যসহ একটি গুলিবিদ্ধ লাশ রূপগঞ্জ থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com