মাতৃভাষা দিবসে প্রকৌশলী আবু সাইদ রিংকু’র শ্রদ্ধা
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডডটকম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রকৌশলী আবু সাইদ রিংকু ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। সেই সাথে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আজ অমর ২১শে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিল রফিক, সালাম, বরকত, সফিউর জব্বাররা। তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশীরা পেয়েছে নিজস্ব ভাষার মর্যাদা ও অধিকার। তাই এক পর্যায়ে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভ করেছে। বর্তমানে সারা বিশ্বে দিনটি উদযাপিত হয়।