ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে কাশীপুর আনসার ও ভিডিপি ক্লাব।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কাশীপুর হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনটির নেতারা।
এসময় উপস্থিত ছিলেন-ক্লাবের সভাপতি আব্দুল আউয়াল, সহসভাপতি রবিউল ইসলাম, উপদেষ্টা আশরাফুল ইসলাম, এম এস সাত্তার, হুমায়ুন কবির রতন, দলনেতা তাওলাদ হোসেন প্রমুখ।
এর আগে সকালে ক্লাবের প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আজিজ উল্লাহ ক্লাবের পতাকা উত্তোলন করেন।
এসময় তিনি বলেন, ১৯৫২ সালের এই দিনটিতে ভাষা আন্দোলন দমন করতে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করেছিল। ছাত্ররা সেই ধারা ভঙ্গ করে মিছিল বের করলে সেই মিছিলে গুলিবর্ষণ করা হয়। গুলিতে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বার। শহীদের স্মরণেই প্রতিবছর একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারের সামনে এসে বিনম্র শ্রদ্ধা জানানো হয়।