আড়াইহাজারে এস আই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
হারাধন চন্দ্র দে, আড়াইহাজার প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে শুক্রবার সকালে এস আই নাসির সিরাজী হত্যা মামলার পলাতক আসামী আলাল (৪২) কে গ্রেফতার করেছে কালাপাহাড়িয়া ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃত আলাল বদলপুর এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানায়,খাগকান্দা নৌ-পুলিশ ফাঁড়ির তৎকালিন ইনচার্জ উপপরিদর্শক নাসির সিরাজী ২০১১ সালের ১৬ জুন দিবাগত রাতে কালাপাহাড়িয়া ইউনিয়নে মামলা তদন্ত করে ট্রলারযোগে মেঘনা নদী দিয়ে ফাঁড়িতে ফেরার পথে প্রায় অর্ধশতাধিক সন্ত্রাসী অন্য একটি ট্রলার যোগে মেঘনা নদীতে পুলিশের ট্রলারে হামলা চালিয়ে পুলিশ কর্মকর্তা নাসির সিরাজীকে মেঘনা নদীতে ফেলে দেয়। দুই দিন পর পুলিশ কর্মকর্তার লাশ নদীতে ভেসে উঠলে পুলিশ লাশ উদ্ধার করে। পরে এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলায় ৪৬ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামি করা হয়েছিল।
কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় একটি ফামের্সী থেকে আলালকে গ্রেপ্তার করা হয়েছে।