সামসুজ্জোহার কবরে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মৃত্যুবার্ষিকীতে ভাষাসৈনিক একেএম সামসুজ্জোহার করবে শ্রদ্ধা নিবেদন করেছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ।

 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর মাসদাইরস্থ কেন্দ্রীয় কবরস্থানে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: জুয়েল হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

 

এ সময় জুয়েল বলেন, মহান ভাষাসৈনিক একে এম সামসুজ্জোহার আত্মার মাগফেরাত কামনা করছি। এই ভাষা সৈনিক এর জন্য আজ আমরা বাংলাভাষায় কথা বলতে পারি। তিনি ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধেও ভূমিকা রেখেছেন। আজ তার মৃত্যু বার্ষিকীতে আমরা তাকে গভীরভাবে স্মরণ করি এবং বিনম্র শ্রদ্ধা জানাই।

 

মহানগর স্বেচ্ছাসেবকলীগ এই মহান ভাষা সৈনিকের কবরে শ্রদ্ধা নিবেদন করেন এবং তারা একেএম সামসুজ্জোহার আত্মার মাগফেরাত কামনা করে দোয়াও করেন।

 

এসময় জুয়েল হোসেন ছাড়াও মহানগরের যুগ্ম- সম্পাদক রফিকুল ইসলাম জয় এবং অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com