৩ জন দণ্ডপ্রাপ্তসহ ফতুল্লায় একদিনেই গ্রেফতার ১৭

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় দণ্ডপ্রাপ্ত তিনজন সহ একদিনেই ১৭জনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল পুলিশ। এরমধ্যে একজনকে ২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।

 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন-পঞ্চবটি ডালডা গেট এলাকার আবুল হাশেমের ছেলে সাইদুর রহমান, উত্তর মাসদাইর অক্টো অফিস এলাকার মৃত আলী আহমদের স্ত্রী শিউলী আক্তার ওরফে তাসলিমা বেগম (৪৫) ও দাপা ইদ্রাকপুরের সুরেশ্বর মেটালের মালিক ফিরোজ।

 

পুলিশ আরও জানায়, সোমবার রাতে ২ গ্রাম হেরোইনসহ পাগলা জেলেপাড়া এলাকার হারেজ ওরফে পাঠান মিয়ার ছেলে কামাল হোসেনকে (৩৭) গ্রেফতার করা হয়।

 

এছাড়াও বিভিন্ন পরোয়ানায় গ্রেফতারকৃতরা হলো- পিলকুনি প্রাইমারী স্কুল এলাকার হিরোন মিয়ার ছেলে কালু মিয়া (৪২), বক্তাবলীর প্রতাবনগরের মৃত আলী হোসেনের ছেলে আমির খা, একই এলাকার হানিফের ছেলে রাশেদ ও তার পিতা হানিফ, বক্তাবলীর আকবরনগরের মৃত রমার ছেলে আবদুল, প্রতাবনগরের ওসমান গণির ছেলে বাদল, মৃত মোছলের খাঁর ছেলে নাছির খা, ফতুল্লা কায়েমপুর এলাকার মোতালেবের ছেলে সোহেল, গুলশান রোড চাঁদনী হাউজিংয়ের মোহাম্মদ হোসেনের ছেলে শাহীন (২৮), পাগলার ধোপাতিতা এলাকার যুদিষ্ঠির দেবনাথের ছেলে সুজন চন্দ্র দেবনাথ (শ্রীধাম),পশ্চিম সস্তাপুর এলাকার মৃত ফরমান আলীর ছেলে মোস্তফা, মাসদাইর বাজার এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে আব্দুল কাদের।

 

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পরোয়ানা তামিলে গুরুত্ব দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com