৫ দফা তারিখেও হয়নি বক্তাবলীর ৫নং ওয়ার্ড আ’লীগের কমিটি

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ৫ দফা সম্মেলনের তারিখ দিয়েও হয়নি বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড কমিটি। বার বার সম্মেলনের আয়োজন করে করে ক্লান্ত হয়ে উঠছেন ওয়ার্ডের নেতাকর্মীরা। নেতাদের দেয়া তারিখে উপস্থিত হয়ে শোনেন-অমুক কারণে তমুক কারণে আবারও তারিখ পিছিয়ে দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে তৃণমূলের কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সঞ্চার হয়েছে।

 

৫নং ওয়ার্ড আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, ২০১৯ সালের ১লা আগস্ট প্রথম ওই ওয়ার্ডের কমিটি গঠনের জন্য সম্মেলনের তারিখ দেয়া হয়। কিন্তু রহস্যজনক কারণে সে তারিখে কমিটি গঠন হয়নি। এরপর দফায় দফায় আরও ৪ বার তারিখ দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

 

এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম জানান, কয়েক দফা তারিখ দিয়ে ফতুল্লা থানা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কারণে তারিখ পেছানো হয়েছে। এরমধ্যে ফতুল্লা থানা আওয়ামী লীগ সভাপতির পুত্র ইন্তেকাল করায়ও বিলম্ব হয়েছে। তবে আশা করছি এ মাসেই কমিটি গঠন করা হবে।

 

তবে এর পেছনে অন্য কোন কারণ নেই বলে দাবি করেন কামরুল ইসলাম।

 

তবে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী বলেন, নানা কারণেই কমিটি গঠনে দেরী হয়েছে। আশা করছি, আগামী ২১ ফেব্রুয়ারির পরে কমিটি হয়ে যাবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com