পুলিশকে উদ্দেশ্য করে মন্ত্রী গাজী- ‘মাদকে কোন ছাড় দিবেন না’

 

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: পুলিশকে মাদকের ব্যাপারে কোন ছাড় না দেবার অনুরোধ জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। তিনি বলেছেন, আমাদের রূপগঞ্জে চনপাড়া নামে একটি বস্তি আছে। যেখানে মাদকের দুটি গ্রুপ মারামারি করে। পুলিশ গেলে পুলিশের গাড়ি ভাংচুর করে। পুলিশ ঠিক মতো কাজ করলে মাদক বন্ধ করা সম্ভব। পুলিশ আগের চেয়ে বেশি শক্তিশালী। একটু সিরিয়াস চিন্তা করলেই মাদক আমাদের সমাজ থেকে চিরতরে বিদায় করা সম্ভব।

 

রোববার (১৬ ফেব্রুয়ারী) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী গাজী আরও বলেন, মুজিববর্ষ আমরা জীবনে একবারই পাবো। হয়তো পরবর্তী প্রজন্ম পাবে। এটা আমাদের পরম পাওয়া। ভালোবেসে এই দিন এবং মাসটি পালন করতে হবে। ভাবতে পারিনি বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন করতে পারবো।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে জনসংখ্যা বাড়ছে। সমস্যা আছে, থাকবে এটা চলমান। সেই সমস্যাকে সমাধান করার জন্যই জেলা সমন্বয় কমিটি রয়েছে। উপজেলা গুলোর মাধ্যমে জেলাকে সমস্যা জানালে তারা সমাধান করবে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, যারা দেশবিরোধী তারা মুক্তিযুদ্ধের সময়ও শুত্রুতা করেছে। মুজিববর্ষের সকল কার্যক্রম আমরা তদারকি করবো। মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। এই শ্লোগান বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। এখনও তারা উন্নয়নে আমাদের বাধাগ্রস্থতা করে। তাই তাদেরকে প্রতিহিত করতে হবে।

জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত পুলিশ সুপার জায়েদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম বিল্লাহ, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক প্রমুখ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com