ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামী লীগ সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদলের জেষ্ঠ্যপুত্র প্রয়াত মোছাব্বির আলম নয়নের চেহলামে তাঁর আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ উপলক্ষ্যে মরহুমের পরিবার ও সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় যুবলীগের সহসভাপতি জিএম রাজুর আয়োজনে কাশীপুর মধ্যপাড়ায় এ আয়োজন করা হয়।
সকালে থেকে দিনভর কোরান খতমের পরে বাদ এশা কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রধান নির্বাচনী ক্যাম্প হিসেবে পরিচিত ওই কার্যালয়ে এ দোয়া করা হয়।
দোয়া ও কাঙ্গালীভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল।
মোছাব্বীর আলম নয়নের স্মৃৃতিচারণ করে তারা বলেন, নয়ন একজন সহজ সরল প্রকৃতিক লোক ছিলো। আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখলেই হাসি দিয়ে কথা বলতো। নেতার ছেলে হিসাবে কারো সাথে খারাপ আচরণ করতো না, সবার সাথে হাসি মুখে কথা বলতো। নয়নকে যেন আল্লাহ বেহস্ত নসিব করেন।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোমেন শিকদার, সাবেক প্রচার সম্পাদক জাহেদুল হক খোকন, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফি উদ্দিন শফি, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আয়ুব আলী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এমএ সাত্তার, সাংগঠনিক হুমায়ন কবির রতন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের সচিব রায়হান ভূইয়া কাজল, জেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবীব, হাজী উজির আলী স্কুলের অভিভাবক সদস্য সরদার সালাউদ্দিন, ফতুল্লা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএ মান্নান, সহসভাপতি শরীয়ত উল্লাহ বাবু, কাশিপুর ইউনিয়ন পরিষদ সদস্য শামীম আহম্মেদ, আওয়ামী লীগ নেতা ফাতু, খবির উদ্দিন খোকন, কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিছুর রহমান শ্যামল, যুগ্ম সম্পাদক এমদাদুল হক খোকা, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন অপু, আমির হোসেন, জুয়েল হোসেন।
অনুষ্ঠানে পুত্রের আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া চান ফতুল্লা থানা আওয়ামী লীগ সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদল।
প্রসঙ্গত গত ৬ জানুয়ারি মাত্র ৪৫ বছর বয়সে ইন্তেকাল করেন মোছাব্বির আলম নয়ন।