সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাব’র আত্মপ্রকাশ

 

সোনারগাঁ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সাংবাদিকদের অধিকার আদায়-স্বার্থরক্ষা ও পেশাগত মানোন্নয়নের পাশাপাশি সাংবাদিকদের মধ্যে বৃহত্তর ঐক্য তৈরির উদ্দেশ্যে প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে ‘সোনারগাঁ জার্নালিস্ট ক্লাব’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।

 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার হাবিবপুর এলাকার মমিন প্লাজায় সংগঠনের ১৫ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। এর আগে গঠিত ক্লাবের আহবায়ক নুর নবী সংগঠনের নেতাদের নাম ঘোষণা করেন।

 

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি শেখ এনামুল হক বিদ্যুৎকে সভাপতি ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি শওকত ওসমান সরকার রিপনকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী পূর্নাঙ্গ কমিটির ঘোষণা করা হয়।

 

কমিটির সহ-সভাপতি মো: ফারুক (আজকের বিজনেস বাংলাদেশ), আলমগীর হোসেন ভুইয়া (সিএনএন বাংলা টেলিভিশন), যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান রাকিব (দৈনিক নতুন কাগজ ও ঢাকা বাংলা টিভি), সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন (দৈনিক খোলা কাগজ ও কিউ টিভি), অর্থ ও দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ সুজন (আজকালের খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক সামির সরকার (ভোরের সময় ও সন্ধাবাণী), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাজ্বী মোঃ সানাউল্লাহ মুন্সী (নতুন কাগজ ও নিউজ সোনার বাংলা)।

 

কমিটিতে কার্যকরী সদস্যরা হলেন-নুর নবী (শুভদিন), মনির হোসেন (বাংলাদেশের আলো), মো: রিয়াজ (মুক্ত খবর), মামুন আহমেদ জয় (আমাদের বার্তা) ও মো: সোহাগ (আজকের বিজনেস বাংলাদেশ)।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com