মুচলেকায় মুক্তি মিলল ফাতেমা মনিরের
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা ২৪ডটকম: পুলিশ সদস্যের সাথে অসদাচরণের অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরকে আটক করার কয়েক ঘণ্টা পরে মুচলেকায় মুক্তি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে একজন আসামীকে ছাড়াতে গিয়ে তিনি পুলিশের উপর চড়াও হন। এবং তাদের সাথে অসদাচরণ করেন। পরে তাকে আটক করা হয়। বিকালে পুলিশের কাছে নিজের ভুল স্বীকার করে এ ধরণের কাজ করবেন না মর্মে মুচলেকা দেয়ার পরে তাকে ছেড়ে দেয়া হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন আটক এবং মুচলেকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী ছাড়াতে এসে পুলিশের ওপর হামলা এবং অসদাচরণের অভিযোগে তাকে আটক করা হয়েছে। তিনি নিজের ভুল বুঝতে পেরে দোষ স্বীকার করেছেন। পরে মুচলেকায় তাকে ছেড়ে দেয়া হয়।
ফাতেমা মনির উগ্রমেজাজের নারী হিসেবে পরিচিত। এর আগেও তিনি সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস ও শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা কাউসার আহমেদ পলাশের সাথে হাতাহাতির ঘটনা ঘটান।