থানায় আসামী ছাড়াতে গিয়ে ফাতেমা মনির আটক
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এই আটকের ঘটনা ঘটে। কর্তব্যরত পুলিশের ওপর হামলার ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
জানা গেছে, আসামীদের ছাড়াতে ফতুল্লা থানায় আসেন ফাতেমা মনির। এই সময় তিনি কর্তব্যরত এক কনস্টেবলকে শারীরিক ভাবে আঘাত ও লাঞ্ছিত করেন। পরবর্তীতে তাকে ফতুল্লা থানায় তাকে আটক করে পুলিশ ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী ছাড়াতে এসে পুলিশের ওপর হামলার ঘটনায় ফাতেমা মনিরকে আটক করা হয়েছে। খুব শিগ্রীই এই ঘটনায় মামলা দায়ের করা হবে।