ফতুল্লায় বোট’র আহবায়ক কমিটি গঠন

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা বাংলাদশে অনলাইন আওয়ামী টিম ( বোট ) এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

বুধবার (১২ফব্রেুয়ারী) বোটের নারায়ণগঞ্জ জেলা কমিটির আহবায়ক রাশেদুল হক রাসেল এই কমিটির অনুমোদন দেন।

 

কমিটিতে আহবায়ক করা হয়েছে সোহেল মাদবর কে এবং সদস্য সচিব করা হয়েছে আল আমিন বিন কবিরকে।

 

সদস্য সচিব কবির এক প্রতিক্রিয়ায় বলেন, বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ণ তুলে ধরার জন্য অনলাইন আওয়ামী টিমের কার্যক্রম আরো বেগবান করে এগিয়ে নিয়ে যাবো।

 

আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হয়েছেন দীন ইসলাম ও মাসুম মাহমুদ এবং সদস্য হয়েছেন শখ জালাল, মোঃ সায়ের, মোঃ আরিফ, মোঃ বিল্লাল হোসেন।

প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে মীর সোহেল আলী ( সাংগঠনিক সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ)। কমিটিতে উপদেষ্টা হিসাবে রাখা হয়েছে, আসাদুজ্জামান (চেয়ারম্যান, এনায়েত নগর ইউনিয়ন পরিষদ), মনিরুল আলম সেন্টু (চেয়ারম্যান, কুতুবপুর ইউনিয়ন পরিষদ), খন্দকার লুৎফর রহমান স্বপন ( ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ফতুল্লা ইউনিয়ন পরিষদ), আনোয়র হোসেন ( যুগ্ম সম্পাদক, ফতুল্লা থানা যুবলীগ) ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com